জাফর পাঠানের কবিতা

চাই সীমান্তহীন বিশ্ব এক ধরিত্রীর বুকে - একত্রে বসবাস এক পৃথিবীকে নিয়েই-যত অভিলাষ, এক আকাশ এক মাটিতেই প্রতিভাস এক মানুষ জাত... thumbnail 1 summary


চাই সীমান্তহীন বিশ্ব

এক ধরিত্রীর বুকে - একত্রে বসবাস
এক পৃথিবীকে নিয়েই-যত অভিলাষ,
এক আকাশ এক মাটিতেই প্রতিভাস
এক মানুষ জাতির-গীতি সুর বিভাস।

নিসর্গ খুলে দিয়েছে তার রূপ যৌবন
মানুষের জন্য নিজকে ত্যাগিছে পবন,
মানুষে বিলিয়ে দিয়ে- ধরার সঞ্জীবন
মানব আর ভবের- অপূর্ব কুঞ্জবন।

কেন তবে হবে-এত দেশ এত সীমানা
কেন ধর্মের বিভেদে; বিভাজনকে মানা,
কেন জাত-পাত সম্পদে, চলবে অর্চনা
ধরণী ভাঙ্গার- সইতে হবে প্রবঞ্চনা ।

ভাঙ্গা বিশ্ব-ভাঙ্গা সীমানাকে আমি মানিনা
বর্ণ বৈষম্যের ভেদকে, চিনিনা জানিনা,
দেখতে শুধু চাই, এক গ্রহে- এক দেশ
তুলে দিয়ে সীমানা-গুটাতে হবে বিদ্বেষ।







কবি পরিচিতি-

জাফর পাঠান
সমসাময়িক তরুণ কবিদের মধ্যে পরিচিত নাম ।
তার কবিতায় সমকালীন জীবনবোধ ও বুদ্ধিমত্তার ছাপ স্পষ্ট জাফর পাঠানের সাম্প্রতিক প্রকাশিত তিনটি বই : কাব্যগ্রন্থ- দ্রোহের দহন - বইমেলা- ২০১৪,  কাব্যগ্রন্থ- নাবুদের নাদ -বইমেলা -২০১৫, আর এবার বইমেলা- ২০১৬ তে  প্রকাশিত কাব্যগ্রন্থ - অগ্নিবাণ ।


Banner